লেভেরেজ (Leverage) কি?

What is leverage

ফরেক্স মার্কেটে ঢুকে আপনার মনে হতেই পারে যে আপনার মতো একজন ছোটো বিনিয়োগকারি কিভাবে এত বড় অংকের ট্রেড করবে পারবেন।

চিন্তা করেন আপনার ব্রোকার হল একটি ব্যাংক যে আপনাকে $100,000 দিবে মুদ্রা ক্রয় করার জন্য।

 ব্যাংকটি $1,000 আমানত হিসেবে রাখতে বলবে যেটা সে আপনার জন্যই রেখে দিবে।

ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। এভাবেই আপনি কম পরিমান এর মুলধন নিয়ে বড় পরিমানের ট্রেড করতে পারবেন। আর এটাকেই লেভেরেজ (leverage) বলে।

আপনি কি পরিমান লেভেরেজ ব্যবহার করবেন তা আপনার ব্রোকার এবং আপনার ইচ্ছার উপর নির্ভর করে।

ব্রোকারে প্রথমে আপনার কিছু পরিমান মূলধন আমানত রাখতে হয় যেটাকে মার্জিন (margin) বলে।

যখনি আপনি কিছু পরিমান টাকা ব্রোকারে আমানত রাখবেন তখন থেকেই আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। প্রত্যেকটা পজিশনে (lot) ট্রেড করার জন্য আপনার কি পরিমান মার্জিন থাকতে হবে তা আপনার ব্রোকার নিরধারন করে দিবে।

উদাহরন সরুপ,কোনো ব্রোকারে যদি 100:1 লেভেরেজ থাকে, আর আপনি যদি  $100,000 পজিশনে ট্রেড করতে চান, কিন্তু আপনার একাউনটে যদি মাত্র $5,000 থাকে।

তাহলেও কোন সমস্যা নেই, আপনার ব্রোকার $1,000 আমানত হিসেবে রেখে আপনাকে বাকি ঋন দিবে।

এটা নিয়ে চিন্তিত  হওয়ার কিছু নেই কারন, আপনার যদি লাভ হয় তাহলে ঐ টাকা আপনার একাউনটে যোগ হয়ে যাবে, আর যদি লোকসান হয় সেটাও আপনার একাউনট থেকে কেটে নেয়া হবে।

ঋন এর জন্য জামিনের পরিমান বিভিন্ন ব্রোকারে বিভিন্ন রকম হয়ে থাকে।

পরের উদাহরন থেকে বলা যায়,কোন ব্রোকার ১% মার্জিন রাখতে করে। এর মানে প্রত্যেক $100,00 ট্রেড করার জন্য ব্রোকার $1,000 জামিন বা আমানত হিসেবে রাখে।

ধরুন আপনি USD/JPY এর 1 স্ট্যান্ডার্ড লট (100,000) কিনতে চাচ্ছেন। আপনার একাউনট এর লেভেরেজ যদি 100:1 হয়, তাহলে আপনার মার্জিন হিসেবে $1,000 রাখতে হবে।

এই $1,000 কোন ফি বা চার্জ না,এটা শুধু আমানত।

আপনি ট্রেড বন্ধ করার সাথে সাথে এটা ফেরত পেয়ে যাবেন।

এই আমানত রাখার আসল উদ্দেশ্য হলো, যখন আপনার কোন ট্রেড চলতে থাকে তখন ঐ পজিশনে আপনার লোকসান হওয়ার একটা ঝুকি থাকে।

আপনি যদি আপনার একাউনটে শুধুমাত্র USD/JPY টে ট্রেড দিয়ে রাখেন, তাহলে আপনার অবশ্যই একাউনট এর Equity (একাউনট এর মোট মূলধন) $1,000 এর বেশি রাখতে হবে যদি আপনি ঐ ট্রেডটি চালু রাখতে চান। এটি হলো আপনার একাউনট নিরাপদে রাখার একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *