ফরেক্সে লাভ এবং লোকসান কিভাবে হিসাব করা হয় ?

How Profits and Losses are Calculated in Forex

যেহেতু আপনি এখন পিপ এর মূল্য এবং লেভেরেজ হিসাব করতে পারেন, সেহেতু এখন আপনার জানতে হবে কিভাবে লাভ এবং লোকসান হিসাব করতে হয়।

ধরুন আপনি ইউএস ডলার কিনবেন এবং সুইস্ফ্রাঙ্ক বিক্রয় করবেন।

            ১. আপনার উধ্রিতি করা মূল্য হলো 1.4525/1.4530। যেহেতু আপনি ইউএস ডলার কিনবেন, সেহেতু 1.4530 হবে আপনার “ASK PRICE” , যেই মূল্যে ট্রেডাররা বিক্রি করতে রাজি হবে।

            ২.সুতরাং আপনি 1 স্ট্যান্ডার্ড লট (100,000) 1.4530 দড়ে কিনলেন।

            ৩.কয়েক ঘণ্টা পর মূল্য পরিবরতিত হয়ে 1.4550 হলো এবং আপনি ট্রেডটি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন।

            ৪.USD/CHF এর নতুন দর হলো 1.4550/1.4555।যেহেতু আপনি কিনে ট্রেড open করেছিলেন সেহেতু ট্রেডটি বন্ধ করার জন্য আপনাকে “BID” মূল্যে যা হল 1.4550 তে sell  করে দিতে হবে।কারন এই মূল্যে ট্রেডাররা কিনতে প্রস্তুত।

            ৫.মুল্যের পরিবর্তন হয়েছে 1.4530 থেকে 1.4550।মানে .0020 অথবা বলা যায় 20 পিপস।

            ৬.আমাদের পূর্বের শেখা ফরমুলাতে আমরা মান গুলো বসিয়ে দিলেই আমরা লাভ ক্ষতি এর একটা হিসাব পেয়ে যাব।

(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x 20 pips = $137.40

BID-ASK PRICE

যখন আপনি কোন মুদ্রা ক্রয় করেন , তখন আপনি বাজারের যেই মূল্যে কিনবেন সেটা হলো ASK price। আর যখন আপনি মুদ্রা বিক্রয় করবেন সেটা হচ্ছে BID price।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *