ফরেক্সে রোলওভার (Rollover) কি

ROLLOVER

আপনি যখন কোন ব্রোকারে ট্রেড করবেন তখন ঐ ব্রোকারের “কাট অফ টাইম”(সাধারনত এটা ইস্ট স্ট্যান্ডার্ড সময় অনুযায়ি  বিকাল ৫.০০ ঘটিকা) থাকে।এক্ষেত্রে একটা দৈনিক রোলওভার সুদ থাকে,যেটা থেকে ট্রেডাররা উপার্জন বা পরিশোধ করে থাকেন।এই প্রক্রিয়াটা ট্রেডারের মার্কেট এর পজিশন এবং মার্জিন এর উপর নির্ভর করে।

আপনি যদি এই উপার্জন বা পরিশোধ করতে না চান,তাহলে আপনার পজিশন বা ট্রেড অবশ্যই ইস্ট স্ট্যান্ডার্ড সময় অনুযায়ি  বিকাল ৫.০০ ঘটিকা এর আগে বন্ধ করতে হবে।

যেহেতু এই মার্কেটে প্রত্যেকটা মুদ্রা ট্রেড করার সময়ে মূলত এক মুদ্রা এর বিনিময়ে অন্য মুদ্রা কিনা হয়,সেহেতু রোলওভার সুদ ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

যদি আপনি কোন মুদ্রা এর বিনিময়ে এমন মুদ্রা কিনেন যার সুদের হার অনেক বেশি তাহলে রোলওভারে আপনার সুদের হার পজিটিভ হবে।আর যদি আপ্ন্র কিনা মুদ্রা এর সুদের হার কম হয়ে থাকে তাহলে আপনার রোলওভার সুদের হার নেগেটিভ হবে মানে আপনার কিছু মূল্য পরিশোধ করতে হবে।

প্রত্যেকটা রিটেইল ব্রোকার বিভিন্ন বিষয় এর উপর ভিত্তি করে এই সুদের হার নিরধারন করে থাকেন।

আপনার ব্রোকারে লক্ষ করলে আপনি আপনার ব্রোকারের রোলওভার এর হার জানতে পারবেন।

নীচে মেজোর মুদ্রা গুলোর সুদের হার দেয়া হলো।

দেশের নামমুদ্রাসুদের হার
যুক্তরাষ্ট্রUSD<১.৭৫%
ইউরোপEUR০.০০%
যুক্তরাজ্যGBP০.৭৫%
জাপানJPY-০.১০%
কানাডাCAD১.৭৫%
অস্ট্রেলিয়াAUD.৭৫%
নিউজিল্যান্ডNZD১.০০%
সুইজারল্যান্ডCHF-০.৭৫%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *