কিভাবে ফরেক্স এর উদ্ধৃতি পড়বেন

How to read Forex quotes

এই বাজারে মুদ্রা গুলো সব সময় জোড়াতে দেখা যায়,যেমনঃGBP/USD অথবা USD/JPY । এভাবে লেখা হয়ে থাকে কারন সব বৈদেশিক মুদ্রার লেনদেন এর সময় আপনি এক মুদ্রা কিনেন এবং অন্য একটি মুদ্রা বিক্রি করেন।

নিচে ব্রিটিশ পাউন্ড এর সাথে ইউ এস ডলার এর একটি বিনিময় হার এর উদাহরন দেয়া হলোঃ

“/” এর বাম পাশের মুদ্রাকে বলা হয়ে ব্যাস কারেন্সি(Base Currency) এবং “/” এর ডান পাশের মুদ্রাকে বলা হয় কাউণ্টার  কারেন্সি বা কোট কারেন্সি(Counter Currency or Quote currency)।

উপরের ছবি থেকে বলা যাচ্ছে তাইলে GBP এখানে ব্যাস কারেন্সি এবং USD হলো কাউণ্টার কারেন্সি।

যখন আপনি এই মুদ্রা জোড় কিনবেন,তখন আপনি বাজারে ঐ মুদ্রা এর বিনিময় হার দেখে বুঝতে পারবেন যে আপনাকে Base Currency এর এক ইউনিট কিনতে Quote currency এর কত ইউনিট দিতে হবে।

আর যখন বিক্রি করবে, তখন বিনিময় হার আপনাকে বলে দিবে যে আপনাকে Quote currency এর এক ইউনিট কিনতে Base Currency এর কত ইউনিট দিতে হবে

উপরের উদাহরন থেকে দেখা যাচ্ছে যে, আপনি ১ ব্রিটিশ পাউন্ড এর বিনিময়ে ১.৫১২৫৮ ইউ এস ডলার পাবেন।

ব্যাস কারন্সি এর উপর ভিত্তি করেই কিনা বেচা হয়ে থাকে তাই একে “Basis(ব্যাসিস)” বলা হয়।

যদি আপনি EUR/USD কিনেন তাহলে আপনি মূলত Base Currency কিনছেন এবং Quote currency বিক্রি করছেন।

ক্যাভ মান দের ভাষাতে একটা কথা আছে, “ইউরো কিনো, ইউ এস ডি বিক্রি করো”

  • আপনি মুদ্রা জোড় তখনি কিনবেন যখন আপনি বিশ্বাস করবেন যে Base Currency এর মূল্য Quote currency এর তুলনায় বাড়বে।
  • আপনি মুদ্রা জোড় তখনি বিক্রি করবেন যখন আপনি বিশ্বাস করবেন যে Base Currency এর মূল্য Quote currency এর তুলনায় কমবে।

LONG/SHORT

ফরেক্সে প্রথমেই আপনার ঠিক করতে হবে যে আপনি কিনবেন নাকি বিক্রি করবেন।

যদি আপনি কিনতে চান(মানে আপনি Base Currency কিনবেন এবং Quote currenc বিক্রি করবেন) তাহলে আপনি চাবেন Base Currency এর মুল্য যেন বেড়ে যায়,যাতে করে আপনি পরবর্তীতে এগুলো অনেক বেশি দামে বিক্রি করতে পারেন।

আর যদি আপনি বিক্রি করতে চান(মানে আপনি Base Currency বিক্রি করতেছেন এবং Quote currency কিনবেন) তাহলে আপনি চাবেন Base Currency এর মুল্য যেন কমে যায়,যাতে করে আপনি পরবর্তীতে এগুলো অনেক কম দামে কিনতে পারেন।

যদি কোন ট্রেডার বলে যে সে long যাচ্ছে (going long) অথবা long স্থান নিচ্ছেন (taking long position)। এর মানে মনে রাখবেন long=কিনা(খরিদ করা)।

আর যদি কেউ বলে যে সে short যাচ্ছে (going short) অথবা short স্থান নিচ্ছে (taking short position ) এর মানে মনে রাখবেন short=বিক্রি করা।

 The Bid,Ask and Spread

ফরেক্স এর উদ্ধ্রিতিতে দুই ধরনের মূল্য দেখা যায়।এগুলো হলোঃ bid এবং ask।

সাধারণত bid এর মূল্য ask মূল্য থেকে কম হয়ে থাকে।

Bid মূল্য হলো যেই মুল্যে আপনার ব্রোকার quote currency এর বিনিময়ে base currency কিনতে ইচ্ছুক।

 এর মানে bid মূল্য হলো আপনার জন্য বাজারে বিক্রি করার সবচেয়ে ভাল মূল্য।

Ask মূল্য হলো যেই মুল্যে আপনার ব্রোকার quote currency এর বিনিময়ে base currency বিক্রি করতে ইচ্ছুক।

এর মানে ask মূল্য হলো আপনার জন্য বাজার থেকে কিনার সবচেয়ে ভাল মূল্য।

Ask মূল্য এর অন্য একটি মানে হলো offer মূল্য।

যদি আপনি কিছু কিনতে চান, ব্রোকার আপনাকে ওটা বিক্রি(offer) করবে ask মূল্যে।

Ask এবং bid মুল্যের মুদ্ধের পার্থক্যকে SPREAD(স্প্রেড) বলে।

উপরের ছবিতে লক্ষ করলে দেখা যাবে এটা EUR/USD উদ্ধ্রিতি, এখানে bid মুল্য ১.৩৪৫৬৮ এবং ask মুল্য ১.৩৪৫৮৮।

  • যদি আপনি EUR বিক্রি করতে চান,আপনি শুধু “Sell” বোতামে ক্লিক করবেন এবং আপনি ১.৩৪৫৬৮ মূল্যে ইউরো বিক্রি করে ফেলবেন।
  • যদি আপনি EUR কিনতে চান,আপনি শুধু “buy” বোতামে ক্লিক করবেন এবং আপনি ১.৩৪৫৮৮ মূল্যে ইউরো কিনে ফেলবেন।

এতক্ষন আমরা যা আলচনা করলাম তার সব কিছু নিচের দেখলে বুঝতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *