কখন এবং কিভাবে মুদ্রা জোড় কিনা বেচা করতে হয়

When and how to trade currency pairs

নিচের উদাহরন গুলো দ্বারা আমরা শিখব যে কিভাবে মৌলিক বিশ্লেষন (fundamental analysis) এর দ্বারা বুজবো যে কখন কোনো মুদ্রা জোড় কিনতে হলে অথবা বিক্রি করতে হবে।

প্রত্যেকটা মুদ্রা জোড় কোনো না কোনো দেশের হয়ে থাকে।সুতরাং মৌলিক বিশ্লেষন হলো কোন দেশের অর্থনৈতিক অবস্থা,কর্মসংস্থান, উৎপাদন, আন্তর্জাতিক বানিজ,সুদের হার এর দিকে নজর দেয়া।

EUR/USD

এই উদাহরনে EUR হলো base currency.এটার উপর ভিত্তি করে USD কিনা বেচা করা হবে।

যদি আপনার মনে হয় ইউ এস এর অর্থনীতি দুর্বল হবে দিন দিন,যেটা ইউ এস ডলার এর জন্য ক্ষতিকর তাহলে আপনার EUR/USD কিনতে হবে।

এটার ফলে আপনি ইউরো কিনলেন,কারন আপনি আশা করছেন যে ইউরো এর মূল্য ইউ এস ডলার এর মূল্য এর থেকে বাড়বে।

আর যদি আপনি মনে করতেন যে ইউ এস এর অর্থনীতি শক্তিশালি হবে এবং ইউরো দুর্বল হবে তাহলে আপনি EUR/USD বিক্রি করবেন।

এটার ফলে আপনি ইউরো বিক্রি করলেন কারন আপনার বিশ্বাস যে ইউরো এর মূল্য ইউ এস দ এর থেকে কমে যাবে।

USD/JPY

এই উদাহরনে USD হলো base currency.এটার উপর ভিত্তি করে JPY কিনা বেচা করা হবে।

ধরুন আপনি ভাবছেন যে জাপানের সরকার তাদের শিল্প রপ্তানিতে ভরতুকি দিতে দিতে তাদের ইয়েন এর মূল্য কমিয়ে ফেলবে তাহলে আপনি অবশ্যই আই মুদ্রা জোড় কিনবেন।

এটার ফলে আপনি ইউ এস ডি কিনলেন,কারন আপনি আশা করছেন যে ইউ এস ডি এর মূল্য ইয়েন এর মূল্য এর থেকে শক্তিশালি হবে।

অথবা আপনি যদি বিশ্বাস করেন যে জাপানের বিনিয়োগকারিরা ইউ এস এর আর্থিক বাজার থেকে উপার্জন করছে এবং তারা এই উপার্জনক্রিত অর্থ ইয়েন এ রুপান্তর করছে আর এতে ডলার এর ক্ষতি হবে তাহলে আপনি USD/JPY বিক্রি করবেন।

এটার ফলে আপনি USD বিক্রি করলেন কারন আপনি ভাবছেন USD দুর্বল হবে JPY এর তুলনায়।

GBP/USD

এই উদাহরনে পাউন্ড হলো base currency।এটার উপর ভিত্তি করে কিনা অথবা বেচা হবে।

যদি আপনার মনে হয়ে ব্রিটিশ অর্থনীতি ধিরে ধিরে ইউ এস এর অর্থনীতি এর থেকে উন্নত হবে তাহলে আপনি GBP/USD কিনবেন।

এইক্ষেত্রে আপনি পাউন্ড কিনলে কারন আপনার আশা এটা ইউ এস ডলার এর থেকে শক্তিশালি হবে।

অন্যদিকে আপনি যদি ভাবেন যে ব্রিটিশ অর্থনীতি খুব ধিরে অগ্রসর হচ্ছে যেখানে আমেরিকান অর্থনীতি চাক নরিস এর মত খুবি শক্তিশালি এখনও তাহলে আপনি GBP/USD বিক্রি করবেন।

সুতনাং আপনি পাউন্ড বিক্রি করে দিলেন কারন পাউন্ড এর মূল্য ইউ এস ডলার এর মূল্য থেকে কমে যাবে।

USD/CHF

এই উদাহরনে USD হলো base currency.এটার উপর ভিত্তি করে CHF কিনা বেচা করা হবে।

যদি আপনি মনে করেন সুইছ ফ্রাঙ্ক এর মূল্য অতিরিক্ত,তাহলে আপনি USD/CHF কিনবেন।

কারন আপনি মনে করতেসেন যে ইউ এস ডলার সুইছ ফ্রাঙ্ক থেকে শক্তিশালি হবে।

আর যদি ভাবেন যে ইউ এস এর আবাসন মার্কেট অর্থনীতিতে আঘাত করতে পারে যার ফলে ইউ এস ডলার এর মূল্য কমে যাবে সুইছ ফ্রাঙ্ক এর থেকে,তাহলে আপনি USD/CHF বিক্রি করবেন। যার ফলে আপনি ইউ এস ডলার বিক্রি করলেন আর সুইছ ফ্রাঙ্ক কিনলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *