ফরেক্স মার্কেটে কিনা বেচা জোড়ায় করা হয়ে থাকে।উদাহরন সরূপ ইউরো এবং ইউ এস ডলার (EUR/USD) অথবা ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েন (GBP/JPY)।
মনে করেন প্রত্যেকটা মুদ্রা জোড় সব সময় একজন আর একজনের সাথে “দড়ি টানাটানি” খেলতেসে। বিনিময় হারের অস্থিরতা দেখা যায় যখন এক মুদ্রা অন্য মুদ্রা থেকে শক্তিশালি হয়ে যায় সময় এর সাথে।
বাজারে দুই ধরনের মুদ্রা জোড় দেখা যায়।
এগুলো হলঃ
১ . মেজোর মুদ্রা জোড়
২. মাইনর মুদ্রা জোড়
মেজোর মুদ্রা জোড়
যেগুলো মুদ্রা জোড় গুলো মধ্যে কোন এক পাশে ইউ এস ডলার (USD) সেগুলোকে মেজোড় মুদ্রা জোড় বলা হয়।এই মুদ্রা জোড় গুলোই খুব বেশি পরিমান ট্রেড করা হয়ে থাকে।
নিচের মুদ্রা জোড় গুলোকে “মেজোরস” বলা হয়ে থাকে।
১. EUR/USD(ইউরো/ইউ এস ডি)
২.USD/JPY(ইউ এস ডি/জাপান)
৩.GBP/USD(ইউনাইটেড কিংডম/ইউ এস ডি)
৪.USD/CHF(ইউ এস ডি/সুইজারল্যান্ড)
৫.USD/CAD(ইউ এস ডি/কানাডা)
৬.AUD/USD(অস্ট্রেলিয়া/ইউ এস ডি)
৭.NZD/USD(নিউজিল্যান্ড/ইউ এস ডি)
মাইনর মুদ্রা জোড়
যেগুলো মুদ্রা জোড়ের মদ্ধে ইউ এস ডলার থাকেনা সেগুলোকে বলা হয়ে মাইনর মুদ্রা জোড়।এগুলোকে ক্রস মুদ্রা অথবা “ক্রসেস” বলা হয়ে থাকে।
মেজোর ক্রোসেস গুলো “মাইনরস” নামেও পরিচিত।
EUR, JPY ও GBP এই ৩ মেজোর যুক্ত ক্রসেস গুলোতে সবচেয়ে বেশি ট্রেড হয়ে থাকে।
ইউরো ক্রসেসঃ
EUR/CHF, EUR/GBP,EUR/CAD,EUR/AUD,EUR/NZD,EUR/SEK,EUR/NOK
ইয়েন ক্রসেসঃ
EUR/JPY,GBP/JPY,CHF/JPY,CAD/JPY,AUD/JPY,NZD/JPY
পাউণ্ড ক্রসেসঃ
GBP/CHF,GBP/AUD,GBP/CAD,GBP/NZD
অন্যান্য ক্রসেসঃ
AUD/CHF,AUD/CAD,AUD/NZD,CAD/CHF,NZD/CHF,NZD/CAD
বহিরাগত(এক্সটিক) জোড়ঃ
বহিরাগত বলতে এখানে রহিঙ্গাদের কথা বলা হয়ে নাই।এই ক্রস গুলো হল মেজোর মুদ্রা গুলার সাথে এমন দেশের মুদ্রা জোড় হিসেবে থাকে যেগুলো দেশের অর্থনীতি এখনও উদিওমান।যেমনঃ ব্রাজিল,মেক্সিকো,হাঙ্গারি।
এই জোড় গুলোতে তেমন ট্রেড করা হয়ে না তারপরেও এই জোড় গুলো জানা থাকা উচিত। খুব বেশি ট্রেড করা হয়ে না বলে এই জোড় গুলতে লেন দেন এর খরচ খুবি বেশি।
এই জোড় গুলো হলোঃ
USD/ZAR,USD/THB,USD/MXN,USD/DKK,USD/SEK,USD/NOK,USD/RUB,
USD/PLN,USD/BRL,USD/HKD,USD/SAR,USD/SGD
এই জোড় গুলোর স্প্রেড অঙ্ক বেশি হয়ে থাকে,সুতরাং এই মুদ্রা জোড় গুলতে ট্রেড করার আগে এই বেপার গুলো মাথায় রাখতে হবে।
জি10 মুদ্রা
জি10 মুদ্রা হলো পৃথিবীর ১০টা মুদ্রা যেগুলো সবচেয়ে বেশি ট্রেড করা হয়ে থাকে।কারন এই মুদ্রা গুলা তারল্য সব থেকে বেশি। প্রত্যেক দিন ট্রেডাররা এই মুদ্রা গুলো বেশি কিনা বেচা করে থাকেন।
এগুলো হলোঃ
USD,EUR,GBP,JPY,AUD,NZD,CAD,CHF,NOK,SEK,DKK
BRIICS
BRIICS হলো পৃথিবীর ৬টি উদিওমান জাতীয় অর্থনীতি.এই ৬টি দেশ হলঃ ব্রাজিল,রাশিয়া,ভারত,ইন্দনেশিয়া,চায়না এবংদক্ষিন আফ্রিকা।