ফরেক্স মার্কেট এতটাই অসাধারণ যে ট্রেডাররা বিভিন্ন ভাবে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে থাকেন।
এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো SPOT FOREX, CURRENCY FUTURES, CURRENCY OPTIONS, CURRENCY EXCHANGE-TRADED FUND (or EFTs).
CURRENCY FUTURES
FUTURES হল ঐসব কন্ট্রাক্ট যেটাতে নির্দিষ্ট করা থাকে যে কেউ একটি সম্পত্তি কত মুল্যে ভবিষ্যতে কিনবে অথবা বিক্রি করবে। FX FUTURES কথাটি চিকাগ মারকেণ্টাইল এক্সচ্যাঞ্জ এ ব্যাবহার করা হতো ১৯৭২ সালে, যখন বেল বটম প্যান্ট এবং প্লাটফরম বুট এর খুব জনপ্রিয় ছিল। যেহেতু FUTURES কন্ট্রাক্ট গুলো খুবই আদর্শপূর্ণ এবং একটা কেন্দ্রীয় এক্সচ্যাঞ্জ থেকে ট্রেড করা হয়, সেহেতু এই মার্কেট খুবই স্বচ্ছ এবং সুনিয়ন্ত্রিত। এই জন্যই এখানে মূল্য এবং লেনদেনের খবর আগে থেকেই পাওয়া যায়।
CURRENCY OPTIONS
OPTIONS হলো এমন এক যন্ত্র যেটা ট্রেডারদের সম্পত্তি একটি নির্দিষ্ট মূল্যে OPTIONS এর মেয়াদ উত্তীর্ণের দিন কিনা বেচা করার অধিকার দেয়।যদি কোন ট্রেডার OPTIONS বিক্রি করে, তাহলে সে OPTIONS এর মেয়াদ উত্তীর্ণ এর তার সম্পত্তি কিনতে বা বিক্রি করতে হবে।
FUTURES এর মত OPTIONS এক্সচ্যাঞ্জ গুলোতে ট্রেড করা হয়ে থাকে। যেমনঃ চিকাগো মারকেণ্টাইল এক্সচ্যাঞ্জ(CME), ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সচ্যাঞ্জ(ISE)
FX OPTIONS ট্রেডিং এর প্রধান সমস্যা হলো বিভিন্ন OPTIONS এর জন্য মার্কেটের একটা নির্দিষ্ট সময় করে নির্ধারণ করা থাকে এবং এর তারল্য FUTURES অথবা SPOT MARKET এর মত নয়।
CURRENCY EXCHANGE-TRADED FUND
EXCHANGE-TRADED FUND অথবা EFTs হলো ফরেক্স পরিবার এর সবচেয়ে কনিষ্ঠ সদস্য। এই ক্ষেত্রে শুধু একটা অথবা কিছু মুদ্রা এর দিকে নজর রাখতে হয়।
EFTs উদ্ভাবন এবং পরিচালনা করা হয় আর্থিক প্রতিষ্ঠান দ্বারা যারা মুদ্রা কিনে সংরক্ষণ করে। এরপর তারা এই তহবিল থেকে কিছু শেয়ার জনগনকে ট্রেড করতে দেই স্টক এর মত।
CURRENCY OPTIONS এর মত এটার মার্কেটও ২৪ ঘণ্টা খোলা থাকে না।
SPOT FOREX MARKET
SPOT MARKET এর ক্ষেত্রে মুদ্রা তাৎক্ষনিক ভাবে ঐ সময়ে থাকা মুল্যে ট্রেড করা যায়। এই মার্কেট সব চেয়ে ভাল কারন এটা অনেক সহজ, তরল, খুবই ক্ষুদ্র স্প্রেড ও ২৪ ঘণ্টা খোলা।
এই বাজারে খালি ৫০ ডলার বিনিয়োগ করে আপনি মার্কেটে অংশ নিতে পারবেন। অঙ্ক ফরেক্স ব্রোকার আসে যারা বিনা মুল্যে চার্ট, খবর ও বিশ্লেষণ দিয়া থাকেন। যেই অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন।