আপনি যেই পরিমান মুদ্রার ইউনিট কেনা/বেচা করবেন ঐ পরিমানকে লট (Lot) বলার হয়ে থাকে।
Standard lot হলো মুদ্রার ১,০০,০০০ ইউনিট। কিন্তু এখন mini, micro, nano lot এ ট্রেড করা যায়।
লট | ইউনিট এর পরিমান |
Standard | 100,000 |
Mini | 10,000 |
Micro | 1,000 |
Nano | 100 |
কিছু কিছু ব্রোকার “lots” এর পরিমান দেখার, আর কিছু ব্রোকার মুদ্রার ইউনিট দেখায়।
কোন একটি মুদ্রার মূল্যর পরিবর্তন পিপ দ্বারা হিসাব করা যায়, যা হল ঐ মুদ্রার মুল্যের খুবই ক্ষুদ্রতম অংশ।
প্রত্যেক মিনিটেই মুদ্রার মুল্যের পরিবর্তন হয়ে থাকে। এই মূল্যের পরিবর্তন এর মাধ্যমে ভাল পরিমান লাভ অথবা ক্ষতি করার জন্য আপনার অবশ্যই বড় পরিমানের মূলধন নিয়ে ট্রেড করতে হবে।
ভেবে নেই যে আমরা ১,০০,০০০ ইউনিটে ট্রেড করব। যা হলো একটি স্ট্যান্ডার্ড লট।এখন আমরা কিছু উদাহরন থেকে হিসাব করব যে এটা থেকে কিভাবে পিপ এর মান এর পরিবর্তন হয়ে থাকে।
১. USD/JPY এর বিনিময় হার 119.80:
(0.01/119.80) x 100,000 = $8.34 per pip
২. USD/CHF এর বিনিময় হার 1.4555:
(0.001/1.4555) x 100,000 = $6.87 per pip
নিচে EUR/USD ও USD/JPY এর বিভিন্ন পরিমান এর লট এর জন্য পিপ এর মূল্য দেয়া হল।
বিভিন্ন ব্রোকার বিভিন্ন ভাবে লট এর পরিমান এর উপর নির্ভর করে পিপ এর মূল্য হিসাব করে থাকে, কিন্তু এগুলো যেভাবেই হিসাব করা হোক না কেনো এরা সব সময় আপনাকে পিপের সেই মূল্যই দেখাবে যেই মূল্যে ঐ সময় এ সবাই ট্রেড করছে। আপনার জন্য কোন ভিন্ন মুল্য দেখাবে না।
সহজ ভাবে বলতে আপনার ব্রোকার আপনার জন্য সব ধরনের হিসাব করে থাকে,সেই জন্য আপনার আলাদা ভাবে কোন হিসাব করতে হয় না।
মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে পিপ এর মানের পরিবর্তন ঘটবে।