- মেজোর মুদ্রা জোড়
- মাইনর মুদ্রা জোড়
ফরেক্স ট্রেডিং হল একসাথে একটি কারেন্সি কেনা এবং অন্যটি বিক্রয় করা। কারেন্সি ট্রেড সাধারণত ব্রোকার বা ডিলারের মাধ্যমে এবং জোড়ায় ট্রেড হয়। উদাহরণস্বরূপ ইউরো এবং ইউ এস ডলার (EUR/USD) অথবা ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েন (GBP/JPY)।
মনে করেন প্রত্যেকটা মুদ্রা জোড় সব সময় একজন আর একজনের সাথে “দড়ি টানাটানি” খেলতেসে। বিনিময় হারের অস্থিরতা দেখা যায় যখন এক মুদ্রা সময় এর সাথে, অন্য মুদ্রা থেকে শক্তিশালি হয়ে যায়।
বাজারে দুই ধরনের মুদ্রা জোড় দেখা যায়।
এগুলো হলোঃ