ফরেক্স মার্কেটকে বুঝতে হলে ফরেক্স মার্কেটের স্বভাব বুঝতে হবে এবং এই বাজারের খেলোয়াড় কারা তাও জানতে হবে।
১৯৯০ এর শেষের দিক পর্যন্ত এই বাজারে শুধু বড় বড় মানুষ অংশ নিতে পারত। আপনি অঙ্ক ধনি না হলে আপনি এই বাজারে অংশ নেয়ার কথা চিন্তাও করতে পারতেন না।
ফরেক্স মার্কেটে আগে শুধু ব্যাংকার ও বড় বড় কোম্পানি অংশ নিতো। ছোট মূলধন নিয়ে কেউ অংশ নেয়ার মতো সুযোগ ছিল না।
ইন্টারনেট এর প্রশারের জন্য আজ আমাদের মতো “retail” ট্রেডার ফরেক্স মার্কেটে অংশ নিতে পারেন।
নিচে ফরেক্স মার্কেট এর বড় বড় খেলোয়াড়দের নিয়ে আলোচনা করা হলঃ
১. The Super Banks
ফরেক্স স্পট মার্কেট এর কোন কেন্দ্র নেই , সেহেতু পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক গুলো এর লেনদেনের হার নিরধারন করে।
মুদ্রা এর চাহিদা ও যোগান এর উপর ভিত্তি করে এরা bid/ask spread নিরধারন করে।
এই বড় ব্যাংক গুলোকে আন্তবাঙ্ক মার্কেটও বলা হয় মাঝে মাঝে কারন এদের দ্বারা অঙ্ক পরিমান ফরেক্স ট্রানজেকশন হয়ে থাকে। তারা নিজেরাও এতে অংশ নিয়ে থাকে।
City, JPMorgan, UBS, Barclays, Deutsche Bnak ও HSBC ব্যাংক গুলোকে Super Bnak বলা হয়ে থাকে।

২. Large Commercial Companies
কিছু কিছু কোম্পানি ফরেক্স মার্কেটে অংশ নিয়ে থাকে শুধু ব্যাবশা করার জন্য।
যেমনঃ Apple যখন মোবাইল ফোন বানানর জন্য জাপান থেকে পার্টস কিনবে তখন ওদের ইউএস ডলারকে জাপানিস ইয়েন এ পরিবর্তন করে নিতে হবে। এছারা তারা কিনতে পারবে না পার্টসগুলো।
যেহেতু তারা আন্তবাঙ্ক এর থেকে কম পরিমানের ট্রেড করে থাকে,এজন্য তারা ট্রানজেকশনের জন্য কমার্শিয়াল বাংক ব্যাবহার করে থাকে।
যখন বড় বড় কোম্পানি একসাথে যুক্ত হয় অথবা আলাদা হয়ে যায় তখন মুদ্রা এর বিনিময় হারের উথা নামা দেখা যায়।
ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করার জন্য অঙ্ক পরিমান মুদ্রার বিনিময় দেখা যায়। যার ফলেও মুদ্রার বিনিময় হার এর মধ্যে পরিবর্তন দেখা যায়।
৩. সরকার ও কেন্দ্রীয় ব্যাংক
সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যেমন, Europian Central Bank, The Bank od England ও The federal Reserve সর্বদা ফরেক্স মার্কেটের সাথে যুক্ত থাকে।
কোম্পানি গুলোর মতো সরকারও তাদের বিভিন্ন ধরনের কাজ, বৈদেশিক মুদ্রা মজুদ করার জন্য ফরেক্স মার্কেটে অংশ নিয়ে থাকে।
কেন্দ্রীয় ব্যাংক যখন মুদ্রা এর মান ঠিক রাখার জন্য সুদের হার পুনর্গঠন করে তখন এর প্রভাব ফরেক্স মার্কেটে দেখা যায়।
এছাড়াও আরও অনেক ভাবে কেন্দ্রীয় ব্যাংক ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে, যেমন যখন ব্যাংক মনে করে তাদের মুদ্রা এর মুল্য অনেক বেশি অথবা অনেক কম তখন তারা অঙ্ক বেশি পরিমান মুদ্রা বিক্রি করে অথবা কিনে ফেলে যার ফলে বিনিময় হারে পরিবর্তন ছলে আসে।
৪. The Speculator
“In it to win it!”
এটা হল Speculators দের মন্ত্র। শম্পুরন ট্রেডিং ভলিয়ম এর ৯০% হল Speculators, পুরা মার্কেটে অঙ্ক আকারের speculators দেখা যায়।
এরা বিভিন্ন অংকের মূলধন নিয়ে ট্রেড করে এবং বেশ ভাল অংকের আয় করে থাকে।