তুলনা করার শুবিধার জন্য আমরা প্রথমে শেয়ার বাজার নিয়ে আলোচনা করবো। কারন এটার ব্যাপারে সবাই মোটামটি যানে।
শেয়ার বাজারের গঠন নিচের ছবিতে দেখান হলঃ

শেয়ার বাজার কিছুটা একচেটিয়াবাদি হয়ে থাকে। শুধু একটি সত্তা ও একটি বিশেশজ্ঞ মুল্যের নিয়ন্ত্রণ করে থাকে।
এই বিশেষজ্ঞ মুল্যের পরিবর্তন করে থাকে। এই মুল্যের পরিবর্তনে ট্রেডারদের কোন হস্তক্ষেপ থাকে না।
প্রশ্ন আশ্তে পারে যে এটা কিভাবে হয়ে থাকে?
শেয়ার বাজারের এই বিসেশজ্ঞ তাদের ক্লাইণ্ট এর অর্ডার পুরন করতে বাধ্য করে থাকে। এখন মনে করি হটাৎ করে বাজারে ক্রেতার থেকে বিক্রেতার পরিমান বেড়ে গেলো।
এই সমস্যা এর সমাধানের জন্য বিশেশজ্ঞ ক্রতার পরিমান বারিয়ে দিবে। এটা করার জন্য সে Spread বাড়িয়ে দিবে অথবা বিনিময়ের হার বাড়িয়ে দিবে। যার ফলে খুব বেশ পরিমান বিক্রেতা বাজারে ধুক্তে পারবেনা।
এক কথায় বলা যায় যে, বিশেশজ্ঞ যেকোনো সময় বাজারে পরিবর্তন আনতে পারে।
ফরেক্স ট্রেডিং হল decentralized।
শেয়ার বাজারে ট্রেড করার জন্য আপনার যেমন কোন স্টক এক্সচ্যাংজ এ যেতে হয়। ফরেক্স ট্রেড এর জন্য এমন কথাও যেতে হয় না আপনাকে। শেয়ার মার্কেটের মতো ফরেক্স মার্কেটে কোন নিরধারিত মূল্য থাকে না।
ফরেক্স মার্কেটে কোন নিরধারিত মুল্য থাকে না। বিভিন্ন মুদ্রা এর ডিলারের মুল্যের উদ্রিতি বিভিন্ন হয়ে থাকে।

এর জন্য ফরেক্স মার্কেটে মুল্যের পরিবর্তন অপ্রতিরুদদ্ধ হয়ে থাকে, আর এর ফলেই ফরেক্স মার্কেট এত অসাধারণ।
এই মার্কেট অঙ্ক বিশাল এবং ডিলারদের মধ্যে খুবই ভয়াবহ প্রতিযোগিতা দেখা যায়, যার ফলে সব সময় এই মার্কেটে খুব ভাল লেনদেনের সুযোগ পাওয়া যায়।
ফরেক্স মার্কেটের আর একটি মজার বিষয় হল যেকোনো জায়গা থেকে এতে অংশ নেয়া যায়।
The FX Ladder
ফরেক্স মার্কেটে অংশগ্রহনকারীদের ক্রমানয়ে সাজান যায়। নিচে টা দেয়া হলঃ

এই ক্রমটি থেকে দেখা যাচ্ছে সবচেয়ে উপরে আছে আন্তবাঙ্ক বাজার। পৃথিবীর প্রায় সব বড় ছোট ব্যাংক এই বাজারে অংশ নিয়ে থাকে এবং তারা নিজেদের মধ্যে ট্রেড করে থাকে Electroni Brokering Services(EBS) অথবা The Reuters Dealing এর মাধ্যমে।
EBS ও The Reuters Dealing এর মদ্ধের প্রতিযোগিতা কিছুটা কোক এবং পেপসি এর মতো।
তারা সব সময় বাজারে একজন আর একজন এর থেকে উপরে থাকতে চায়। EBS প্লাটফর্ম এর জন্য EUR/USD , USD/JPY, EUR/JPY এবং USD/CHF এর তারল্লতা অনেক বেশি। অপরদিকে , The Reuters Dealing এর জন্য GBP/USD , USD/CAD , EUR/GBP ও NZD/USD এর তারল্লতা অনেক বেশি থাকে।
যেই ব্যাংক গুলো আন্তবাংক এর অংশ তারা একে অপরকে কি মুল্য অফার করতেসে টা দেখতে পারে কিন্তু কেউ ঐ মূল্যে লেনদেন করতে পারে না।
এই মুল্য দুই দলের মধ্যের ক্রেডিট এর সম্পরকের উপর নির্ভরশীল।
এটা হল লোকাল ব্যাংক থেকে লোন এর জন্য আবেদন করার মতো।তাদের সাথে আপনার টাকা পয়শা এর লেনদেন কেমন হয় তার উপর ভিত্তি করে আপনি কি পরিমান লোন পাবেন এনং তার সুদের হার কত হবে তা নিরধারন করা হয়।
ক্রমের দ্বিতীয় তে আছে Hedge Funds,corporation,retail market, retails ECNs। এই প্রতিষ্ঠান গুলোর আন্তব্যাঙ্ক এর সাথে কোন সম্পরক থাকে না।তারা এনেদেন করে কমার্শিয়াল ব্যাংক এর সাথে। এই জন্য এদের রেট আন্তব্যাঙ্ক এর থেকে বেশি হয়ে থাকে।
ক্রম এর সবচেয়ে নিচে হল retail traders। ইন্টারনেট এবং ইলেক্ট্রনিক ট্রেডিং এর জন্য এরা সহজে ফরেক্স মার্কেটে অংশ নিতে পারে। এরাও ক্রম এর উপরে যারা থাকে তাদের সাথে মার্কেটে অংশ নিতে পারে।
Source https://www.babypips.com/learn/forex/forex-market-structure