আপনি চাইলেই ঘুমানো বাদ দিয়ে সব সেশনে ট্রেড করতে পারেন।কিন্তু এটা আপনি কেন করবেন?
জীবনে সব কিছু মানিয়ে চলতে হয়। আপনাকে সুস্থ থাকতে হবে, পরিবার ও বন্ধুদের সময় দিতে হবে।
ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খুলা থাকে।কিন্তু এর মানে এই না য আপনার ২৪ ঘণ্টা ট্রেড করতে হবে। আপনাকে স্মার্ট ভাবে কাজ করতে হবে। ২৪ ঘণ্টা বাজার খোলা থাকে মানে এই না য ২৪ ঘণ্টাই বাজারে খুব গতিবিধি থাকে।
শুধু ট্রেড করলেই হবে না। আনার নিয়মিত ট্রেডিং শিখতেও হবে।
যাই হোক এখন মুল কথায় আসি।
প্রত্যেক ট্রেডারের জানা উচিত কখন ট্রেড করতে হবে আর কখন ট্রেড করা উচিত না।
ট্রেড করার উত্তম সময়ঃ
১. ট্রেড করতে হবে আপনাকে অভারলাপ হওয়ার শময়।কারন এই সময় বাণিজ্যিক খবর গুলো প্রকাশিত হয়। যার ফলে পিপের পরিবর্তন অনেক বেড়ে যায়। আপানাকে অবশ্যই এই ওভারলাপ হয়া সময় গুলো মার্ক করে রাখতে হবে।
২. তিনটি সেশনের মধ্যে ইউরিপিয়ান সেশন সব চেয়ে ব্যস্ত সেশন।
৩. সপ্তাহের মধ্যের দিকের দিন গুলোতে মেজোর মুদ্রা জোড় গুলোর পিপ এর পরিবর্তন অনেক বেশি থাকে।
ট্রেডের জন্য বাজে সময়ঃ
- রবিবারঃ সবাই ছুটি কাটায়।
- শুক্রবারঃ ইউএস সেশনে তারল্যতা দিনের শেষের দিকে কমে যায়।
- মেজোর নিউজ এর সময়ঃ মেজোর নিউজ কখন হবে সেটার দিকে নজর রাখতে হবে।
- আপনি যখন কোন কিছু নিয়ে খুবই মানশিক বিপর্যস্ততায়ে থাকবেন।
যদি আপনি অঙ্ক দিন ধরে কোন ট্রেড এর সুযোগ না পান তাইলে কখনই তাড়াহুড়া করে কোন তেদ দিয়ে দিবেন না।
Source https://www.babypips.com/learn/forex/best-days-of-the-week-to-trade