আমরা এখন জানি যে লন্ডন সেশন ট্রেড করার জন্য সবচেয়ে ভাল। কারন এই সময়ে মার্কেট খুবই ব্যস্ত থাকে।
এছাড়াও সপ্তাহের বেশ কিছু দিন রয়েছে যেই দিন গুলোতে মার্কেটে অনেক গতিবিধি থাকে।
নিচের চার্টে সপ্তাহের প্রত্যেক দিনে মেজোর মুদ্রা জোড় গুলোর পিপের পরিবর্তনের গড় মান দেয়া হলঃ

উপরের চার্ট থেকে দেখা যায় যে, সপ্তাহের মাঝের দিকের দিন গুলোতে ট্রেড করা খুবই উত্তম কারন ঐ সময়ে পিপের সবচেয়ে বেশি পরিবর্তন হয়।
শুক্রবারে 12:00 pm EST পর্যন্ত মার্কেট অনেক ব্যস্ত থাকে, এরপর মাকেত অঙ্ক শিথিল হয়ে যায় এবং 5:00 pm EST তে বন্ধ হয়ে যায়। এর মানে আমরা ফ্রিদায় তে শুধু অর্ধেক বেলা কাজ করবো।
সাপ্তাহিক কর্মদিবশের শেষ দিন সব সময় সবাই তারাতারি শেষ করে।
মার্কেট যখন সব চেয়ে ব্যস্ত থাকে তখনি ট্রেড করতে হয় কারন ঐ সময় মার্কেটে পিপের সব ছ্যে বেশি পরিবর্তন দেখা যায়। আর যখনি এই পরিবর্তন খুব বেশি তখনি সুবিধা বুঝে ট্রেড করতে হয়।
Source https://www.babypips.com/learn/forex/best-days-of-the-week-to-trade