কোন একটি টিভি চ্যানেলের সবচেয়ে বেশি রেটিং হয় যখন অঙ্ক মানুষ ঐ চ্যানেলটি দেখে। সেরকম ভাবেই যখন মার্কেটে অনেক বেশি পরিমান ট্রেডার থাকে তখনি মার্কেটে মুল্যের সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায়।
যদি আপনি চিন্তা করেন যে দুই সেশন অভারলাপ করার সময় এমন হয়ে থাকে তাহলে আপনি কিসুতা ঠিক চিন্তা করেছেন।
এখন দুইটি সেশনের অভারলাপ এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে।
টোকিয়ো এবং লন্ডন অভারলাপ
এই সেশনে তারল্যতা বেশ কিছু কারনে খুবই কম থাকে। সাধারনত এশিয়ান সেশনে মার্কেটে তেমন একটা গতিবিধি থাকে না।বিকাল হয়ে গেলেই মার্কেট ঘুমিয়ে গেছে মনে হয়। কারন এই সময় ইউরপের ট্রেডাররা অফিসে যাওয়া শুরু করে।
এই সময়ে আসলে একটু বিস্রাম নিলেই চলে অথবা নতুন কোন ট্রেড করার উপজগি মুদ্রা জোড় খুজার কাজে ব্যবহার করলেই ভাল হয়।
লন্ডন – নিউইয়র্ক অভেরলাপ
এই সময় প্রচুর ট্রেড হয়ে থাকে।সব ট্রেডাররা এই অভারলাপ করা সময়ের অপেক্ষাতে থাকে। ট্রেডিং এর সবচেয়ে বেস্ত সময় বলা হয় একে। কারন দুইটি সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্রের ট্রেডাররা এই সময় ট্রেড করে থাকে।
এই সময়ে যখন ইউএস এবং কানাডা থেকে বাণিজ্যিক খবর প্রকাশিত হয় তখন মার্কেটে কিছু বড় বড় পরিবর্তন দেখা যায়।
ইউরোপ সেশনের শেষের দিকে যদি কোন খবর বের হয় তাহলেও এই সেশনে তার প্রভাব বুঝা যায়।
ইউরোপ সেশনে যদি কোন ট্রেনড চলতে থাকে, ঐ ট্রেনড ইউএস সেশনেও চলতে থাকে।কারন ইউএস ট্রেডাররা ঐ ট্রেনড ধরে ট্রেড করতে চায়।
Source https://www.babypips.com/learn/forex/session-overlaps