ইউরপিয়ান ট্রেডাররা যখন দুপুরের খাবার শেষ করে অফিসে আশা শুরু করে তখন ইউএস সেশন শুরু হয়ে যায়।এই সেশন শুরু হওয়ার সময় হলো 8:00 am GST।
এশিয়া এবং ইউরপের মতো ইউএস সেশনের সময় এটাও একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিনত হয়।
নিউইয়র্ককে বলা হয় “CITY That Never Sleeps”.
নিচের চার্টে এই সেশনে পিপ এর পরিবর্তনের একটি ধারনা দেয়া হলঃ

এই মান গুলো পুরববরতি ডাটা থেকে হিসাব করা হয়েছে। এগুল সম্পূর্ণ সঠিক নয়। মার্কেটের তারল্যতার সাথে এর পরিবর্তন আসতে পারে।
নিচে নিউইয়র্ক সেশনের কিছু বৈশিষ্ট্য দেয়া হলঃ
১. সকালের দিকে মার্কেটের তারল্যটা খুবই বেশি থাকে কারন তখন লন্ডন সেশনের সাথে অভারলাপ হয়।
২. বেশিরভাগ বাণিজ্যিক রিপোর্ট নিউইয়র্ক সেশন শুরু হওয়ার সময় প্রকাশিত হয়। পৃথিবীর সব লেনদেনের ৮৫% ডলারে হয়ে থাকে। এর হলে যখনি ইউএস অর্থনীতির কোন রিপোর্ট প্রকাশিত হয়, সাথে সাথে মার্কেটে তার প্রভাব দেখা যায়।
৩. বিকালের দিকে যখন ইউরোপ সেশন বন্ধ হয়ে যায় তখন মার্কেটের তারল্যতা আর আগে মতো থাকে না।
৪. শুক্রবার বিকালের দিকে মার্কেটের উথা নামা খুবই কমে যায়।
৫. শুক্রবার বেলার ২য় পর্বে উল্টো দিকে ট্রেনড যাওয়ার একটি সুযোগ থাকে।কারন পরের দুই দিন সব ট্রেডাররা ছুতি কাটায়।
এই সেশনে কোন মুদ্রা জোড়ে ট্রেড করা উচিত?
যেহেতু নিউইয়র্ক এবং ইউরোপ সেশন প্রায় একসাথেই শুরু হয়, সেহেতু যেকোনো major এবং minor জোড়ে ট্রেড করা যাবে।
Source https://www.babypips.com/learn/forex/new-york-session