আমাদের আগের আর্টিকেল গুলো থেকে আপনি ফরেক্স এর মৌলিক বিষয় গুলোর ব্যপারে জানতে পেড়েছেন। এবার আমরা একটা নতুন বশয় নিয়ে আলোচনা করবো। সেটা হল ফরেক্স সেশন।

হ্যাঁ,ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে,কিন্তু এর মানে এটা না যে এই মার্কেট সব সময় সক্রিয় থাকে। আপনি তখনি মার্কেট থেকে আয় করতে পারবেন যখন মার্কেটের মুদ্রার বিনিময় হার উঠা নামা করবে।
মার্কেটের উঠা নামা সারা কোন ভাবেই আয় করা সম্ভব না এই মার্কেট থেকে।
ফরেক্স মার্কেট এর সময় সূচি
ফরেক্স ট্রেডিং এর জন্য ভাল সময় জানার আগে আপনার জানতে হবে ফরেক্সে ২৪ ঘণ্টা কিভাবে হিসাব করা হয়।
ফরেক্স মার্কেটকে ৪ টা সেশনে ভাগ করা যায়। সিডনি সেশন, টোকিয়ো সেশন, লন্ডন সেশন, নিউ ইউরক সেশন। নিচে এর একটা চার্ট দেয়া হলঃ


খোলা ও বন্ধের সময়গুলো ঐ জোনের কর্মদিবস অনুপাতে হয়ে থাকে। সর্বাধিক ক্ষেত্রে ব্যাবসায়িক শুরু হয় সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে।
অক্টোবর/নভেম্বর এবং মার্চ/এপ্রিল এর দিকে ব্যাবসায়িক সময় শুরু ও শেষ হওয়ার মধ্যে পরিবর্তন আসে। কিছু কিছু দেশে ডে লাইট সেভিং এর জন্য সময় এর পরিবর্তন আশে।
সেশন গুলোর মধ্যে এমন কিছু সময় আছে যেই সময় এর মধ্যে দুইটা সেশন এক সাথে শুরু হয়।
Summer চলা কালে টোকিয়ো সেশন এবং লন্ডন সেশন 3:00-4:00 Am ET তে অভারলাপ করে থাকে। লন্ডন ও নিউইয়র্ক সেশন summer ও winter সব সময় 8:00 AM-12:00PM ET তে অভারলাপ করে থাকে।
এই সময়গুলো হলো ট্রেডিং এর জন্য সবচেয়ে ভাল সময়, কারন এই সময় মার্কেটে রচুর পরিমান পরিবর্তন দেখা যায়।
মেজোর মুদ্রা জোড় গুলোর প্রত্যেক সেশনে গড়ে কত পিপ এর পরিবর্তন দেখা যায় তার একটি হিসাব নিচে দেয়া হলঃ

এই চার্ট থেকে দেখা যাচ্ছে লন্ডন সেশনে সবচেয়ে বেশি পিপ এর পরিবর্তন দেখা যায়।
Source : https://www.babypips.com/learn/forex/forex-trading-sessions